মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা করার জয় কে : শাহ মোয়াজ্জেম


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘আপনি খালেদা জিয়াকে পাকিস্থানের দালাল বলেন। কিন্তু তিনি তো একজন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারের স্ত্রী। আপনি কি করেছেন তা তো আমি জানি। আপনি যুদ্ধ করে পেয়েছেন জয় কে। সে জয়ও আজ বড় হয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা করেছে। মামলা করলে আপনি করবেন কিন্তু সে মামলা করার কে?’

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আর কেউ স্বাধীন হোক আর না হোক এ দেশের পুলিশ স্বাধীন হয়েছে। তাই তো তারা নিজেরাই ঘোষণা করছে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। তা হলে আপনি এবার বলেন এ দেশের রানী কে?

প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মোয়াজ্জেম বলেন, দেশদ্রোহী তাদের বলে যারা দেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আপনার কাছে তো নিশ্চয়ই তালিকা আছে। আপনি দেখিয়ে দিন খালেদা জিয়া কোথায় কিভাবে দেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন।

জাতীয়তাবাদী শ্রমিক দল, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ সকল নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের মুক্তির দাবিতে’ প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির, শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুজিবর রহমান সারোয়ার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর প্রমুখ।     
    
এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।