মাহফুজ আনামের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা


প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে এবার ব্রাহ্মণবাড়িয়ায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের চতুর্থ আদালতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক বাদী হয়ে ১০ কোটি টাকার এ মামলা করেন।

মামলায় ব্রাহ্মণবাড়িয়া শহরের চারজন বাসিন্দাকে সাক্ষী করা হয়েছে। তারা হলেন, শহরের পৈরতলা এলাকার এম. সাইদুজ্জামান আরিফ (৪৫), কাজিপাড়ার কাজী খোকন (৩৮), আবদুল জব্বার মামুন (৩৭) ও পাইকপাড়ার মফিজুল হক ভূইয়া (৪৪)।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহ্মেদ মামলাটি ৫০০ ও ৫০১ ধারায় আমলে নিয়ে মাহফুজ আনামের প্রতি সমন জারি করে আগামী ৩০ মার্চ সমন প্রতিবেদন প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ১/১১ এর সময় ডেইলি স্টার পত্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, বিভ্রান্তিমূলক, উদ্দেশ্যমূলক, পরিকল্পিত, ফরমায়েশি ও মানহানিকর সংবাদ প্রকাশ করে তাকে কারাবরণের প্রেক্ষাপট তৈরি করেন।

এর ফলে শেখ হাসিনাকে দীর্ঘ সময় কারাগারে অন্তরীণ থাকতে হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সভানেত্রী শেখ হাসিনাসহ বাদীর প্রভূত ক্ষতি ও মানহানি হয়েছে। এই ক্ষতি ও মানহানি আর্থিক পরিমাণ প্রকাশে অপরিসীম হলেও আইনি প্রতিকার বাস্তবায়নে ও কাঠামোতে যার পরিমাণ কমবেশি ১০ কোটি টাকা হবে বলে মামলার এজহারে উল্লেখ করেন বাদী।

মামলার বাদীপক্ষের আইনজীবী লিটন দেব জাগো নিউজকে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে ৩০ মার্চ মামলার একমাত্র আসামি মাহফুজ আনামকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।