আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মালয়েশিয়ায় বিএনপির আলোচনা সভা


প্রকাশিত: ০৬:১১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়া বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিকেলে রাওয়াংয়ের তেলেগুতালি হলরুমে আয়োজিত এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন।

বক্তারা বলেন, যে উদ্যেশে ৫২`র ভাষা আন্দোলন হয়েছিল তা আজ বাংলাদেশেই সমুন্নত নেই। বাংলা ভাষার অবমূল্যায়ন ও অবমাননা সর্বত্র আজ। ‘এ উদ্যেশেই কি ভাষা আন্দোলন হয়েছিল’ প্রশ্ন রেখে বক্তারা আরো বলেন, বাংলাদেশে সরকারিভাবে কেন বাংলা ভাষার চর্চা হয় না। সরকারিভাবে বাংলার চর্চা হলে ৫২`র ভাষা শহীদদের রক্তদানে সার্থকতা আসতো।

মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক ফজলুল করীম সোহরাবের সঞ্চালনায় রাওয়াং শাখা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আহসানুল্লাহ হাসান, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার এমএ কাইয়ূম, মালয়েশিয়া বিএনপির সহসভাপতি সেলিম ভূইয়া, মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক ওয়ালী জাহিদ, এসএম জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম মাহমুদ, আব্দুল্লা আল মামুন লিটন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দীন, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সহসভাপতি মজনু খান, এনায়েত উল্লাহ মমিন, রাওয়াং বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার কামরুল হাসান, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি জিলন খান, সাইফুল ইসলাম, আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে নজরুল ইসলাম মানিককে সভাপতি ও খন্দকার কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট রাওয়াং বিএনপির কমিটি ঘোষণা করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সকলস্তরের নেত্রীবৃন্দ।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]