সরাইলে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শের আলমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহত কিরণ মিয়ার (৫০) ছেলে মো. হান্নান মিয়া বাদী হয়ে সরাইল থানায় মামলটি দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮/২০ জনকে আসামি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার রাত ৯টার দিকে সরাইল উপজেলার সকালবাজার এলাকায় স্থানীয় বেপারীপাড়া গ্রামের আবু বক্কর রকেট ও মালিগাঁও গ্রামের নান্নু মিয়ার মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। সেখানে আবু বক্কর রকেট এর সমর্থক আহত কিরণ মিয়ার (৫৫) শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। পরে ঢাকায় নেয়ার পথে রোববার সকালে তিনি মারা যান।

আজিজুল আলম সঞ্চয়/এফএ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।