হতাশা কাটিয়ে দুর্বার গতিতে বাংলাদেশ


প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

সকল হতাশা কাটিয়ে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইন্টারন্যাশনাল টার্কিস হোম স্কুল ওই অনুষ্ঠানের আয়োজন করে।  

প্রতিমন্ত্রী বলেন, কিছুদিন আগেও বাংলাদেশ নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। অনিশ্চিয়তার কথাও অনেকেই শুনিয়েছিলেন। একটি রাজনৈতিক মহলের সহিংসতার কারণেই এমন হতাশার জন্ম নেয়। কিন্তু সরকারের গণতান্ত্রিক চেতনা আর দৃঢ় প্রত্যয়ের কারণে সকল বাধা দূর হয়েছে। সকল হতাশা কাটিয়ে উঠে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে পরিবেশন হওয়া দেশের গান ও নৃত্যের প্রশংসা করে শাহরিয়ার আলম বলেন, একটি বিদেশি স্কুল কর্তৃপক্ষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষাআন্দোলনকে যেভাবে সম্মান জানালো, তা সত্যিই অবাক করার মতো।

বাংলাদেশের ভাষাআন্দোলন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কেউ এগিয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

মুসলিম প্রধান দেশ হওয়ায় বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক ঐতিহাসিক মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, তুরস্ক সারাবিশ্বে তাদের শিক্ষা-সংস্কৃতির মধ্য দিয়ে নিজেদের তুলে ধরছে। এই ধারা অব্যাহত থাকুক। শিক্ষার মাধ্যমে দু’দেশের সংস্কৃতি বিনিময়েরও তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনার মহাপরিচালক প্রফেসর হামিদুল হক, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের কাউন্সিল জেনারেল আবুল কাশেম খান।

পরে বিভিন্ন স্কুলের প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

এএসএস/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।