দেশ ও জনগণের কাছে আমরা প্রত্যেকেই দায়বদ্ধ
রাষ্ট্রপতি অ্যাড. আবদুল হামিদ বলেছেন, দেশ ও জনগণের কাছে আমরা প্রত্যেকেই দায়বদ্ধ। নিজ নিজ অবস্থান থেকে সেই দায়বদ্ধতার কথা মাথায় রেখে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
মঙ্গলবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নওয়াব ইনস্টিটিউশনের (মাধ্যমিক বিদ্যালয়) শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
টাঙ্গাইল বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা উল্লেখ করে রাষ্ট্রপতি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশ সৃষ্টি ও নির্মাণে এ জেলার কৃতি সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে রাষ্ট্রপতি বলেন, দেশ ও জাতীর কল্যাণই হবে তোমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। এজন্য সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রতিষ্ঠানটির শতবর্ষপূতি অনুষ্ঠানের মধ্যেদিয়ে শিক্ষার নবযাত্রা শুরু হবে। ঐতিহ্যকে ধারণ করে এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইনস্টিটিউশন পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক খাদ্যমন্ত্রী ও ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র ড. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ফজলুর রহমান খান ফারুক প্রমুখ।
এআরএ/এবিএস