পেট্রোল পাম্পের অনিয়ম রোধে তদারকি বাড়ানোর সুপারিশ


প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

পেট্রোল পাম্পগুলোর অনিয়ম রোধে পাম্পগুলোর ডিজেল, অকটেন ও পেট্রোলের গুনগত মান এবং সঠিক ওজন নিশ্চিতে বিএসটিআইয়ের তদারকি আরো বেশি জোরদার করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, হাবিবুর রহমান মোল্লা, রহিম উল্লাহ অংশ নেন। শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয় জানায়, পূর্ববর্তী বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা, বাংলাদেশ জাতীয় সংসদের কার্য-প্রণালী বিধি ১৯৬ (২) অনুসারে সাব-কমিটির রিপোর্ট উপস্থাপন, শিল্প মন্ত্রণালয় ও অধীনস্থ সকল কর্পোরেশন/দপ্তরের রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় চলমান উন্নয়ন কার্যক্রমের রিপোর্ট দাখিল করা হয় এই বৈঠকে।

বৈঠকে বিসিকের প্লটের ভূতাপেক্ষভাবে মূল্য আদায়ের বিষয়টি আইনের পরিপন্থি হওয়ায় এটি এক মাসের মধ্যে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের সুপারিশ করে সংসদীয় কমিটি।

এইচএস/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।