চাচাতো ভাইকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

চাচাতো ভাই বদিউজ্জামানকে (৩৮) হত্যার দায়ে তিন সহোদরের যাবজ্জীবন দিয়েছে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত দায়রা জজ মাববুবুল আলম এ দণ্ডাদেশ দেন।

একই মামলায় অপর পাঁচজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, সৈয়দপুর উপজেলা দিকশো মোল্লাপাড়া গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে মোখছেদুল ইসলাম (৩৫), তার ছোট ভাই মোস্তাকিন (৩৩) ও আসান উদ্দীনের ছেলে এমদাদুল হক (৫৩)।

অপরদিকে এক বছরের সাজাপ্রাপ্তরা হলো, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোখছেদুলের বাবা মোজাহারুল ইসলাম (৬৮), তার (মোখছেদুল) মা নেছাবী বেগম (৬০), মোখছেদুলের স্ত্রী অবিতন (৩১), সাজাপ্রাপ্ত ছোট ভাই মোস্তাকিনের স্ত্রী লিপি (৩০) ও মহসীন আলীর স্ত্রী নমনী (২৫)। এদের মধ্যে মোস্তাকিন ও তার স্ত্রী লিপি এবং মোখছেদুলের স্ত্রী অবিতন পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালে ১৫ সেপ্টেম্বর সৈয়দপুরের ডিকশো মোল্লাপাড়া গ্রামে চাচাতো ভাইয়েরা চাচা আইউব আলীর ছেলে বদিউজ্জামানের সঙ্গে ঠাট্টা করার সময় খড়ি দিয়ে মারপিট এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বদিউজ্জামান গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এ ঘটনায় নিহত বদিউজ্জামানের ছোট ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে পরদিন ১৬ সেপ্টেম্বর আটজনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

জাহেদুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।