চট্টগ্রামে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার


প্রকাশিত: ০৮:০৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামে ৭শ` বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। নগরীর আনোয়ারার গহিরা দোভাষী এলাকা থেকে বুধবার ভোর রাতে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার শেখ ফখর উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়। এ সময় ফেলে যাওয়া ৭শ` বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।

উদ্ধার করা এসব বিদেশি মাদকদ্রব্যে আনুমানিক মূল্য ১৪ লাখ ৪৯ হাজার টাকা হবে বলে জানা গেছে।

জীবন মুছা/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।