৭৩৯টি ইউনিয়নে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ
প্রথম দফায় ৭৩৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ বুধবার। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ।
সোমবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ইসি জানান, এর মধ্যে লডাইয়ে নেমেছেন তিন হাজার ৫শ` জন প্রার্থী। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ২৫ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। আর বিএনপি ৪৫টি ইউপিতে কোনো প্রার্থী দেয়নি।
জানা যায়, মোট প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১৬৬৮ জন। আর রাজনৈতিক দল সমূহের এক হাজার ৯শ` জন প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আজ যাচাই-বাছাইয়ে অনেকের প্রার্থীতা বাতিল হতে পারে। মনোনয়নপত্র জমা দেয়ার হিসাব অনুযায়ী নির্বাচনে অংশ নেয়া ২৪টি রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব আশফাকুর রহমান সন্ধ্যায় জানান, আওয়ামী লীগের ৭৪১ জন এবং বিএনপির ৬৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৪৫ জন, জাতীয় পার্টির ১৪৮ জন, জাসদের ৩০ জন, বিকল্পধারার ৫ জন, ওয়ার্কার্স পার্টির ২৪ জন, জেপির ২০ জন, বিএনএফের সাতজন, জেএসডির ১ জন, সিপিবির ৪ জন, তরীকত ফেডারেশনের একজন, জমিয়তে উলামায়ে ইসলামের দু`জন, কল্যাণ পার্টির একজন, ন্যাপের দুজন ও জাকের পার্টির একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, ছয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রথম ধাপে ২২ মার্চ ৭৩৯টি ইউনিয়নে ভোট হবে।
দ্বিতীয় ধাপের ৭১০ ইউপির নির্বাচন ৩১ মার্চ, তৃতীয় ধাপে ৭১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭২৮টি ইউপির নির্বাচন ৭ মে। পঞ্চম ধাপে ৭১৪টি ইউপির ২৮ মে এবং ষষ্ঠ ধাপে ৬৬০টি ইউপির নির্বাচন ৪ জুন।
দেশে বর্তমানে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ২৭৯টি। পর্যায়ক্রমে এসব ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে।
সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল ২০১১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত। তখনো কয়েক দফায় নির্বাচন সম্পন্ন করা হয়।
এইচএস/এমজেড/এবিএস