সিলেট মহিলা আ.লীগের সভাপতি শাহানারা সম্পাদক আসমা


প্রকাশিত: ০২:৩০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বুধবার বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুননেছা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভানেত্রী সাফিয়া খাতুন।

সম্মেলনে সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলর শাহানারা বেগমকে সভাপতি ও যুগ্ম-আহ্বায়ক আসমা কামরানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

প্রথম পর্বের সভায় সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলর শাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুননেছা ইন্দিরা।

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আসমা কামরানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুমু, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদিকা কামরুনেছা মান্নান, সদস্য দিলরুবাজ্জামান শেলি প্রমুখ।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।