এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার এ বার্তায় এ শোক জানান তিনি।
স্পিকার বলেন, এনামুল হক ছিলেন একজন আইনজীবী ও রাজনৈতিক নেতা। তিনি আজীবন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এবং মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার (এনামুল) মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবককে হারালো। তার মৃত্যুতে দেশের যে ক্ষতি হল তা সহজে পূরণ হবে না।
স্পিকার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে অপর পৃথক পৃথক শোকবার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তারা গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
একে/আরআইপি