বাবুগঞ্জে জামাই-শ্বশুর, নানা-নাতি প্রতিদ্বন্দ্বী


প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে জামাই-শ্বশুর ভোটযুদ্ধে নেমেছেন। পাশাপাশি একই উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে চাচা বাবুল জোমাদ্দার ও ভাতিজা ফরিদ উদ্দিন জোমাদ্দার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুধু তাই নয় এই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন বাবুল জোমাদ্দারের ভাগিনা সামসুল আলম ও তার নাতি মনির খান। এ নিয়ে ওই ইউনিয়নগুলোর ভোটারদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকার বাসিন্দারা জানান, কেদারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে হানিফ আকন ও তার জামাই লুৎফর রহমান সেলিম প্রার্থী হয়েছেন। শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে না নিলে তাদের মধ্যে ভোটের লড়াইটা জমবে।

হানিফ আকনের জামাই লুৎফর রহমান সেলিম জানান, জনগণ নির্বাচনে তাকে চাচ্ছেন। তাই জনগণের কথা ভেবেই তিনি প্রার্থী হয়েছেন।

অন্যদিকে, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে চাচা বাবুল জোমাদ্দার ও ভাতিজা ফরিদ উদ্দিন জোমাদ্দার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন বাবুল জোমাদ্দারের ভাগিনা সামসুল আলম ও তার নাতী মনির খান।

এলাকাবাসীরা জানান, স্বজনদের মধ্যে দ্বন্দ্ব ও রেষারেষি থেকেই এমনটা হয়েছে। পারিবারিক দ্বন্দ্ব ও একে অপরের সম্পর্কও ভালো নয়। তাই স্বজনরাই স্বজনদের প্রতিপক্ষ।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।