রাজধানীতে সিএনজি অটোরিকশা বাড়ানোর দাবি চালকদের


প্রকাশিত: ০৫:৫০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

সিএনজি চালিত অটোরিকশা চালক ও যাত্রীদের চাহিদার তুলনায় অটোরিকশার পরিমাণ খুব কম থাকায় মালিককে টাকা জমা ও ভাড়া নৈরাজ্য সৃষ্টি হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর থ্রি-হুইলার সিএনজি (অটোরকিশা) শ্রমিক ইউনিয়ন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা জানান সিএনজি অটোরিকশা চালকরা।

পাশাপাশি এ সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব ঢাকা মহানগরীতে সিএনজি অটোরিকশার সংখ্যা বৃদ্ধি করতে হবে বলেও জানান চালকরা। তারা অভিযোগ করে বলেন, গত ১ নভেম্বর থেকে নগরীতে সিএনজি সেক্টরের ভাড়া নৈরাজ্য দূর করার নামে বিআরটিএ কর্তৃপক্ষ নতুন নৈরাজ্য সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরি করেছে।

এসময় তারা দাবি জানিয়ে বলেন, থ্রি-হুইলার সিএনজি অটোরিকশা চালকদের সহজ শর্তে সরকার নির্ধারিত ফিস গ্রহণ সাপেক্ষে বৈধ থ্রি-হুইলার ড্রাইভিং লাইসেন্স প্রদান নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সিএনজি অটোরিকশার জন্য পর্যাপ্ত পার্কিং স্থান নির্ধারণ করতে হবে, নির্ধারণ না করা পর্যন্ত রাস্তা প্রতিবন্ধকতার কারণ দেখিয়ে মামলা বা দণ্ড প্রদান থেকে বিরত থাকতে হবে।

সিএনজি অটোরিকশা সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলনে সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান, সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

এএস/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।