শাহ আমানতে ৮টি স্বর্ণের বার জব্দ
ফাইল ছবি
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শনিবার সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে আসা পারভেজ নামের এক যাত্রীর কাছ থেকে ওই বারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়ার স্বর্ণের মূল্য ৪০ লাখ টাকা বলে জানান সহকারী কাস্টম কমিশনার রিজভী আহমেদ। তিনি বলেন, এ ঘটনায় পারভেজকে আটক করা হয়েছে ।
পারভেজের বাড়ি জেলার হাটহাজারী বলে জানা গেছে।
জীবন মুছা/একে/আরআইপি