কুমিল্লায় দুই সহোদর হত্যার ঘটনায় ৩ দিনের শোক


প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লায় মেহেদী হাসান জয় ও মেজবাউল হক মনি নামের সহোদর হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও ঘাতক সৎ ভাই ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ শেষবর্ষের ছাত্র মো. আল শফিউল ইসলাম ছোটনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। নিহতদের ময়নাতদন্ত শেষে রোববার বাদ জোহর স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে ঘাতককে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে নিহত শিশুদের হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকার লোকজন। এছাড়া স্কুলের পক্ষ থেকে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিকে এ নৃশংস খুনের ঘটনায় স্থানীয় এলাকায় সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রোববার দিনভর নিহতদের বাড়িতে শতশত নারী-পুরুষকে ভিড় জমাতে দেখা যায়। আদরের দুই সন্তান হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে গোটা পরিবার।

জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে গত শনিবার বিকেলে কুমিল্লা মহানগরীর দক্ষিণ রসুলপুর ঢুলিপাড়ার মুদি ব্যবসায়ী আবুল কালামের প্রথম স্ত্রী রোকেয়া বেগমের ছেলে ঢাকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র মো. আল শফিউল ইসলাম ছোটন তার সৎ ভাই মেহেদী হাসান জয় ও একই স্কুলের নার্সারি শ্রেণির ছাত্র মেজবাউল হক মনিকে গলায় রশি পেঁচিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে উভয়ের মরদেহ ঘরের খাটের উপর রেখে ঘরের দরজায় তালাবদ্ধ করে পালিয়ে যায়।

"
এদিকে কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলামুর রহমান, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আউয়ালসহ প্রশাসনের কর্মকর্তারা নিহতদের বাড়িতে যান। জেলা প্রশাসক জানান, নিহতদের পিতা মো. আবুল কালামের হাতে নগদ ২০ হাজার টাকা দেয়া হয়েছে এবং ব্যবসা পরিচালনার জন্য স্বল্পসুদে ৬০ হাজার টাকা ঋণ দেয়ার জন্য জেলা যুব উন্নয়ন অধিদফতরকে নির্দেশনা দেয়া হয়েছে।

নিহত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মো. আবুল কাশেম জানান, বিদ্যালয়ে কালো পতাকা উত্তোলনসহ তিনদিনের শোক কর্মসূচি, আগামী দুইদিন বিদ্যালয় বন্ধ ঘোষণা এবং তৃতীয় দিন নিহতদের স্মরণে বিদ্যালয়ে মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।

সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, দুই শিশু হত্যা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে।

মো. কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।