মানুষের আস্থা নষ্ট হয় বিচার বিভাগ নিয়ে এমন কথা নয়
বিচার বিভাগের উপর মানুষের আস্থা নষ্ট হয়- এমন কথা বলা থেকে রাজনীতিবিদদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের বিষয়ে সোমবার তার ব্যাখ্যা দাখিলের পর এমন কথা বলেছেন প্রধান বিচারপতি।
ফখরুলের আইনজীবীকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেছেন, ‘আপনারা রাজনীতিবিদেরা বিচার বিভাগকে সরকারকে অংশ বলে থাকেন, এটা ঠিক না। বিচার বিভাগ রাষ্ট্রের একটি অঙ্গ। সংবিধান মানতে হলে বিচার বিভাগকে মানতে হবে। বিচার বিভাগের উপর আস্থা হারায় এমন কিছু করবেন না।
আইনজীবীরা বলেন, সরকারের মন্ত্রীও বলেন, আপনারা বলেন তাহলে বিচার বিভাগ যাবে কোথায়?’
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বিচার বিভাগ নিয়ে বক্তব্য দিতে মির্জা ফখরুলসহ সকল রজনীতিবিদকে সতর্ক থাকতে বলেছেন প্রধান বিচারপতি। মুরাদ রেজা বলেন, জুডিশিয়ারিকে সরকারের অংশ মনে না করে রাষ্ট্রের অংশ হিসেবে মেনে চলার জন্য বলেছেন প্রধান বিচারপতি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে তিনি বলেন, উনি বিচারবিভাগ সর্ম্পকে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তবে হলফনামায় তিনি তা অস্বীকার করেছেন। মির্জা ফখরুল আদালতের ব্যাখ্যায় বলেছেন, তার বক্তব্য কয়েকটি পত্রিকায় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
এফএইচ/এনএফ/পিআর