ফারুক আফিনদীর প্রথম কাব্যগ্রন্থ ‘হিম নাকি তাপিত রে মন’


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

বইমেলার শেষ দিনে এসেছে ফারুক আফিনদীর প্রথম কাব্যগ্রন্থ ‘হিম নাকি তাপিত রে মন’।

দীর্ঘ প্রায় ১৬ বছর পর প্রথম বই প্রকাশ হলো শূন্য দশকের একদম শুরু থেকে অবিরাম লিখে চলা এ কবির।
    
বইটি প্রকাশ করেছে সাউন্ডবাংলা (৩৩, তোপখানা রোড, (নিচ তলা, ৭/এ)। পরিবেশক রাতুল গ্রন্থপ্রকাশ ও অন্যধারা প্রকাশন। দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন সঞ্জয় দে রিপন। বইটির মূল্য ধরা হয়েছে ১২০ টাকা।

এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।