কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিক অসন্তোষ


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০১ মার্চ ২০১৬
ফাইল ছবি

বাৎসরিক ছুটির টাকার দাবিতে মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি করেছে।

এক পর্যায়ে শ্রমিকরা বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই দাবিতে সোমবার বিকেলেও শ্রমিকরা বিক্ষোভ করে। মঙ্গলবার সকালে কারখানায় কাজ করতে গিয়ে পুলিশ মোতায়েন দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে শ্রমিকরা কর্তৃপক্ষকে কারখানা থেকে পুলিশ সরানোর অনুরোধ জানান। এক পর্যায়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে কারখানা থেকে বের হয়ে যায় এবং বেলা সাড়ে ১১টার দিকে বাৎসরিক ছুটির টাকা দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করতে থাকে। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কালিয়াকৈর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, বাৎসরিক ছুটির টাকার দাবিতে সোমবার বিকেলে শ্রমিকরা বিক্ষোভ করে। পরে কারখানায় পুলিশ মোতায়েন করা হয়। একই কারণে আজ শ্রমিকরা কারখানায় কাজ না করে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
                        
আমিনুল ইসলাম/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।