খালেদার পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন রিজভী
বিএনপি চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে নয়াপল্টন কার্যালয়ে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে বুধবার বেলা সোয়া ১১টায় দলটির নয়াপল্টন কার্যালয়ে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রিজভী।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মান্নান।
৫ মার্চ (শনিবার) বেলা ১১টায় কমিশনের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে। ৬ মার্চ (রোববার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং আগামী ১৯ মার্চ (শনিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএম/জেএইচ/পিআর