দিলশান-চান্ডিমালে উড়ছে শ্রীলংকা
পাকিস্তান এবং শ্রীলংকা। আগেই বিদায় নিয়েছে এশিয়া কাপ থেকে। গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচে মর্যাদা রক্ষার লড়াই দু’দলের মধ্যে। এই ম্যাচেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের ওপর রীতিমত স্ট্রিম রোলার চালাচ্ছে লংকান দুই ওপেনার তিলকারত্নে দিলশান এবং দিনেশ চান্ডিমাল।
মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান কিংবা ওয়াহাব রিয়াজ- কাউকেই পরোয়া করছে না দুই লংকান ওপেনার। একের পর এক বলকে পার করে দিচ্ছেন বাউন্ডারির বাইরে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার রান ১১.৪ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ৮৭। ৪০ বলে ৪৬ রান নিয়ে দিনেশ চান্ডিমাল এবং ৩০ বলে ৩৬ রান নিয়ে উইকেটে রয়েছেন তিলকারত্নে দিলশান।
আইএইচএস/এমএস