আইফোনে আসছে ওএলইডি স্ক্রিন
স্মার্টফোন এবং টিভির পর এবার আইফোনেও আসছে অর্গানিক এলইডি ডিসপ্লে (ওএলইডি) স্ক্রিন। আইফোনে ওএলইডি স্ক্রিন প্রযুক্তির জন্য স্যামসাং ও এলজির সঙ্গে আলোচনা করছে অ্যাপল। প্রতিষ্ঠান দুটি নিজেদের স্মার্টফোন এবং টিভি’তে ইতোমধ্যেই ওএলইডি স্ক্রিন প্রযুক্তি যুক্ত করেছে।
নিক্কেই টেকনোলজি অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, আইফোনে ওএলইডি স্ক্রিন প্রযুক্তি সম্পৃক্ত করতে স্যামসাং ও এলজি’র সঙ্গে আলোচনা করছে অ্যাপল। নিজেদের স্মার্টফোন এবং টিভি’তে ওএলইডি স্ক্রিন প্রযুক্তি যুক্ত করেছে এই কোরিয় প্রতিষ্ঠানদ্বয়।
হাতে গোনা কয়েকটি অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিসপ্লের কাছে সত্যিই হার মানে আইফোন। স্মার্টফোন জগতে আধিপত্য বিস্তারকারী ফোনটি এই ডিসপ্লেতেই পিছিয়ে আছে। তবে সবকিছু ঠিক থাকলে ২০১৭ সালেই অত্যাধুনিক ওএলইডি ডিসপ্লেযুক্ত আইফোন পেতে পারে অ্যাপল ভক্তরা।
আইফোনে বর্তমানে এলসিডি ডিসপ্লে যুক্ত রয়েছে। ওএলইডি ডিসপ্লে আরো নিখুঁত, উজ্জল এবং গাঢ় রঙের ছবি দেয়, যা ব্যবহারকারীদের অসাধারণ অনুভূতি দেয়। স্মার্টফোনে ওএলইডি স্ক্রিন বিশ্ব বাজারে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
আরএম/আরএস/এমএস