বাহুবলে রফিকুল হত্যার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৫ মার্চ ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের যুবসংহতির সভাপতি রফিকুল ইসলামের হত্যাকারীদের ফাঁসির দাবি ও অন্য আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মিরপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। এ সময় একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।

এসময় এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও কোনো ক্লু-উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তারা আসামিদের সাথে আঁতাত করছে। গ্রেফতারকৃত দুই আসামি জাহির ও কালামের শনিবার ৪ দিনের রিমান্ড শেষ হলেও এখন পর্যন্ত কোনো ক্লু-পায়নি পুলিশ। জনতা মামলাটি ডিবিতে স্থানান্তরের দাবি ও বাহুবলের ওসির অপসারণ দাবি করেন। ঘটনার দিন মামলার আসামির ঘর থেকে রক্তমাখা লুঙ্গি উদ্ধার করে র্যাব ও পুলিশ। অথচ এখনও পর্যন্ত ওই আসামি হাশিমকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পরে সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকালে পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ইউনিয়ন যুবসংহতির সভাপতি রফিকুল ইসলাম (৩৫) এর টুকরো টুকরো মরদেহ উপজেলার দক্ষিণ সীমান্তের দত্তপাড়া ও গোবিন্দপুর গ্রামের মধ্যবর্তী রেললাইন থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের পাশের বাড়ির মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল জাহির ও আবুল কালামকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার এ রিমান্ড শেষ হয়েছে।

মরদেহ উদ্ধারের রাতেই বাহুবল মডেল থানায় নিহতের ভাই হাফেজ ছাদিকুর রহমান বাদি হয়ে গ্রেফতারকৃতরাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, বাড়ির একটি রাস্তা নিয়ে বিরোধের জের ধরে রফিকুল ইসলামকে ঘর থেকে ডেকে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।