সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন


প্রকাশিত: ১০:১৩ এএম, ০৮ মার্চ ২০১৬

লেনদেন ও সূচক আজ বাড়ছে তো কাল কমছে। স্থিতিশীলতা নেই দেশের পূঁজিবাজরে। এরই ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক উত্থানে লেনদেন শেষ হয়ে। এদিন সূচক সামান্য বাড়লেও লেনদেন আগের দিনের চেয়েও কমেছে। কমেছে লেনদেন হওয়ার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৯ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৪ কোটি টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ৩১০ কোটি টাকা।

ডিএসইতে ৩১৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ৯৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩২৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১০০২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৮৪ পয়েন্টে এবং সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭১০ পয়েন্টে এবং সিএসআই ৩ পয়েন্ট বেড়ে ৯৫০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৪১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮ টির, কমেছে ৭০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টি কোম্পানির শেয়ার। টাকার অংকে লেনদেন হয়েছে ২২ কোটি ২২ লাখ টাকা।

এসআই/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।