গাজীপুরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: সুজিত রায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২২ মে ২০২৩

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, গাজীপুর সিটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে, পদ্মা সেতু, মেট্রোরেলসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

শেখ হাসিনা গাজীপুরের ফ্লাইওভার, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন, সড়কের উন্নয়ন, বিধবা, বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতা নিশ্চিত করেছেন। টিসিবি, ওএমএস এর মাধ্যমে স্বল্প মূল্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে।

রোববার (২১ মে) বিকেলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কোনাবাড়িতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও নৌকার বিজয়ের লক্ষে ৮, ৯ এবং ১২ নম্বর ওয়ার্ডে মতবিনিময় ও গণসংযোগ করেন।

jagonews24

সুজিত রায় বলেন, নৌকায় ভোট দেওয়ার কারণে গার্মেন্টস শ্রমিকরা মাস শেষে নিয়মিত বেতন ভাতা পান, তাদের বেতনও বৃদ্ধি করা হয়েছে এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বমানের গার্মেন্টসের মধ্যে সবচেয়ে বেশি গার্মেন্টস বাংলাদেশে রয়েছে। এ গাজীপুরকে একটি আধুনিক সিটি গড়তে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, আমরা যদি দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি তাহলে জনগণের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। তাদের সুখ-দুঃখের সাথি হতে হবে। বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে চিহ্নিত হতে হবে। তাহলেই বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে এবং এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমরা একদিন উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবো।

অনুষ্ঠানে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক ছাত্র নেতা রিপন সরকারসহ অনেকে।

এসময় কোনাবাড়ি থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এসইউজে/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।