ভার্জিনিয়া বিএনপির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৩:০১ এএম, ১৫ মার্চ ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভার্জিনিয়া স্টেটের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।  কমিটির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী খানের সভাপতিত্বে ১০ মার্চ স্থানীয় কমফোর্ট ইন পেন্টাগন, ওয়াশিংটনে এ সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, ভার্জিনিয়া বিএনপির প্রধান উপদেষ্টা জমির খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন গ্রেটার ওয়াশিংটন ডিসির সভাপতি  এটিএম আলম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। পরে বিশেষ অতিথির বক্তব্য দেন   শরাফত হোসেন বাবু। তিনি ৪ সিটি কমিটি ঘোষণা করেন। বিশেষ অতিথি জহির খান সবাইকে একযোগে কাজ করার ও দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে লিয়াকত আলী খান ভার্জিনিয়া বিএনপির বিভিন্ন সিটি কমিটি দ্রুত সম্পন্ন করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত  এবং সবাইকে নিয়ে একত্রে কাজ করার অঙ্গীকার করেন।  

অনুষ্ঠানে বিশ্বনবীর বিদায়ী হজের ভাষণের ইংরেজী কপি ও ১২টি হাদিস সম্বলিত ডকুমেন্ট বিতরণ করা হয়।

এমএমজেড/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।