ঝালকাঠি পৌর মেয়রের বিরুদ্ধে মানহানি মামলা


প্রকাশিত: ১০:২৮ এএম, ১৬ মার্চ ২০১৬

ঝালকাঠি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক (সাবেক সাংগঠনিক সম্পাদক) আফজাল হোসেনের নামে একশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ জেলার নেতা ও দলের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় বুধবার দুপুরে এ মামলা দায়ের করা হয়।

ঝালকাঠি পৌর আওয়ামী লীগ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী তালুকদার বাদী হয়ে ঝালকাঠি ১ম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঝালকাঠির রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতিনির্ধারক ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি এবং ঝালকাঠি জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে অশালীন, অবাঞ্চিত ও মানহানিকর বক্তব্য দিয়েছেন ঝালকাঠি পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক (সাবেক সাংগঠনিক সম্পাদক) ও পৌর নির্বাচনে নারিকেল গাছ প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন।

এ উক্তির প্রেক্ষিতে উল্লেখিতদের একশ কোটি টাকার মানহানি হয়েছে। মানহানিকর উক্তির প্রেক্ষিতে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে এ মামলা দায়ের করা হয়।
 
বাদীর আইনজীবী অ্যাডভোকেট জাকারিয়া রহমান জিহাদ বলেন, ঝালকাঠি ১ম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক শরীফ মো. সানাউল হক মামলাটি আমলে নিয়ে ২১ মার্চ শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
 
উল্লেখ্য, গত বুধবার মেয়র আফজালকে সঠিক বর্ণনা ও কৈফিয়ত দিয়ে পত্রিকায় ৩ দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রদানের জন্য লিগ্যাল নোটিশ করেন প্রবীণ আইনজীবী এসএম ফজলুল হক। পত্রিকায় বিজ্ঞপ্তি না দেয়ায় এ মামলা দায়ের করা হয়।

আতিকুর রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।