বোমাতঙ্কে দিল্লিতে ফের দুটি বিমানের জরুরি অবতরণ


প্রকাশিত: ০৯:০২ এএম, ১৭ মার্চ ২০১৬

বোমা আতঙ্কে কাঠমান্ডুগামী নেপাল এয়ার লাইনস ও এয়ার ইন্ডিয়ার দুটি বিমান দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার জরুরি অবতরণ করা ওই বিমান দুটির মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমানে দেশটির চার সংসদ সদস্যও ছিলেন।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমান দুটি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বিমানে তল্লাশি শুরু হয়েছে।

এর আগে বুধবার (গতকাল) ভূয়া বোমা হামলার হুমকি পাওয়ার পর দিল্লি থেকে থাইল্যান্ডগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ব্যাংককে জরুরি অবতরণ করে। বিমানটিতে ২৩১ আরোহী ও ১০ ক্রু ছিল।

সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণের পর এয়ার ইন্ডিয়ার ওই বিমান খালি করা হয়। এর পরই ফের দেশটির দুটি বিমান বোমা আতকঙ্কে জরুরি অবতরণ করলো।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।