জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৮ মার্চ ২০১৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে এটাই বঙ্গবন্ধুর স্বপ্ন। ক্রমে স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা ও আয় বেড়েছে। আজ কক্সবাজারে যারা বেড়াতে এসেছেন তারা বিদেশি পর্যটক নয়। তারা আমার দেশের পর্যটক। এতে বুঝতে হবে দেশ এগিয়ে গেছে। আমাদের সন্তানরা সৃষ্টিশীল কর্মদিয়ে সারাবিশ্বে বাংলাদেশকে পরিচিত করছে। এই অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ৩ দিনব্যাপি ২১তম আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে চায়। দাঁড়াতে চায় নিজের পায়ে। তারা চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ। এটি বিশ্বাস ও বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে আমাদের। যারা মানুষ হত্যা করে দেশে নেগেটিভ রাজনীতির সূচনা করেছে তাদের পতন হয়েছে। জনগণ তাদেরকে ধিক্কার দিয়েছে বলেই তারা হরতাল অবরোধ দিয়ে সাধারণ মানুষের সাড়া পাননি।

বিশেষ অতিথির বক্তৃতায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকসহ সর্বস্তরের মানুষকে স্বাগত জানাতে সব সময় আমরা প্রস্তুত আছি। শুটিংয়ের মাধ্যমে আমাদের দেশকে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে দেশের ৪৪ জেলা থেকে আগত ক্লাব ভিক্তিক অংশ গ্রহণকারী দলকে আরো দক্ষতা অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, এমন সুন্দর আয়োজনের মাধ্যমে দেশে অনেক শুটার সৃষ্টি হবে। আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতার  কক্সবাজারকে বেছে নেয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান এমপি।

যুব মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু ক্যান্টেমেন্টের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউর হামিদ সরওয়ার হাসান, বাংলাদেশ শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ ও কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রমুখ।

সায়ীদ আলমগীর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।