রাজশাহীতে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন
রাজশাহীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন প্রদানসহ ২১ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দরা। শনিবার দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন প্রদানসহ তাদের দাবিকৃত ২১ দফা অবিলম্বে মেনে না নিলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক বাবু রাজ কুমার সরকার, আব্দুর বারি ও অধ্যক্ষ আব্দুল রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন।
এসময় রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় তিন শতাধিক শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
শাহরিয়ার অনতু/এফএ/এমএস