চলছে বিরতি, দ্বিতীয় অধিবেশন ৩টায়
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের প্রথম অধিবেশন ইতিমধ্যেই শেষ হয়েছে। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৩টায়। অবশ্য দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে কাউন্সিলের প্রথম অধিবেশনে জনসম্মুখে বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা ১ ঘণ্টা ১০ মিনিট বক্তব্য দিয়েছেন তিনি। এসময় ভিশন ২০৩০ ঘোষণা করেন বেগম জিয়া।
তবে তার বক্তব্যে দল ক্ষমতায় আসলে নানা প্রতিশ্রুতির কথা শোনা গেলেও কর্মসূচির বিষয়ে কোন বক্তব্য তিনি দেন নি।
দুপুর আড়াইটাই এ প্রতিবেদন লেখার সময় মধ্যান্নভোজের বিরতি চলছে। বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের অডিটরিয়ামে দ্বিতীয় অধিবেশন শুরু হবে।
এমএম/এএইচ/এমএস