‘আফগানিস্তান বিপজ্জনক দল’


প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৯ মার্চ ২০১৬

পাহাড়সম রান করেও ইংল্যান্ডের কাছে হার। এ যেন মেনে নেয়ার মতো নয়। বিশ্বমঞ্চে আরো একবার চাপ নেয়ার ক্ষমতা দেখাতে পারলো না প্রোটিয়ারা। যে কারণে তাদের নামের পাশে, শাশ্বত হিসেবে যোগ হয়ে গেলো ‘চোকার্স’। এবার সামনে প্রতিপক্ষ আইসিসির সহযোগী আফগানিস্তান। পারফর্মেন্সে আকাশ-পাতাল তফাৎ থাকলেও বর্তমান আফগানিস্তান দলকে নিয়ে বেশ চিন্তাতেই রয়েছেন হাশিম আমলা।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ২২৯ রান করেও হারার পর দ্বিতীয় ম্যাচে রোববার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে নামার আগে বেশ সতর্ক তিনি।

আফগানিস্তানকে বিপজ্জনক দল আখ্যা দিয়ে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আমলা বলেন, ‘আমরা কোনো দলকেই ছোট করে দেখি না। শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান কীভাবে খেলেছে সেটা দেখেন। আমরা তাদেরকে ছোট করে দেখছি না। আমরা জানি আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে তাদের সঙ্গে জিততে হলে। ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণে ছোট দলগুলো যেকোনো সময় অঘটন ঘটাতে পারে। তারা খুব বিপজ্জনক দল এবং খুব উপভোগ্য ক্রিকেট খেলতেছে।’

আমলা, ডি কক এবং ডুমিনির হাফ সেঞ্চুরিতে নিজেদের প্রথম ম্যাচে ২২৯ রানের পাহাড়সম রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে জো রুটের ৮৩ রানের সুবাদে দুই বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

আরআর/আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।