রুমায় ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা
বান্দরবানের রুমা উপজেলায় শান্তি ত্রিপুরা নামে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৩টার সময় উপজেলার গ্যালেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে শান্তি ত্রিপুরাকে নিজ বাসা থেকে বের করে নিয়ে গিয়ে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, শান্তি ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সাবেক সদস্য ছিলেন ।
রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ ।
সৈকত দাশ/এসএস/এমএস