মিয়ানমার থেকে উদ্ধার ৮ শিশুকে স্বজনদের কাছে হস্তান্তর


প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৩ মার্চ ২০১৬

মিয়ানমার থেকে উদ্ধার হওয়া ৮ শিশুকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে শিশুদের তাদের স্ব-স্ব অভিভাবকের কাছে হস্তান্তর করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রেজাউল মাসুদ, সাবেক রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান হ্লা থোয়াইহ্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রত্যেক শিশুকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। এর আগে গত সোমবার (২১ মার্চ) উদ্ধার হওয়া আরও ৩ কন্যা শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।

প্রসঙ্গত বান্দরবানের রোয়াংছড়ি থেকে ১১ শিশুকে শিক্ষার নামে অনাথ আশ্রমে রাখার কথা বলে প্রথমে রাঙামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ সিরি ভান্তে তার বিহারে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের মিয়ানমারে পাচার করে দেয়া হয়।

এ বিষয়ে স্বজনরা থানায় মামলা করলে ১২ মার্চ ভান্তেকে রাঙ্গামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহার ও ভান্তের তথ্যে অনুযায়ী ১৯ মার্চ পাচার হওয়া ১১ শিশুকে মিয়ানমার প্রশাসনের সহায়তায় উদ্ধার করা হয়।

সৈকত দাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।