ভোট চুরির প্রকল্প সরকারের একমাত্র ভরসা: আমীর খসরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

দেশ-বিদেশের কেউই এ সরকারের পাশে নেই। ভোট চুরির প্রকল্প এ সরকারের একমাত্র ভরসা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির বিভাগীয় রোডমার্চ উপলক্ষে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ফরিদপুর পৌরশহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অনুষ্ঠিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, যেখানেই যাই সবাই জানতে চায় সরকার আর কয়দিন আছে? সবার প্রত্যাশা এ সরকার কবে যাবে? বিশ্বের যত দেশ আছে, যত গণতন্ত্রের সংগঠন আছে, যত গণঅধিকার সংগঠন আছে তারাও সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এ সরকারের সঙ্গে কেউ নেই। দেশেও নাই, বিদেশেও নাই।

তিনি আরও বলেন, এ সরকারকে যুক্তরাষ্ট্র স্যাংশনস দিয়েছে, তাতেই তাদের কম্পন শুরু হয়ে গেছে। এরপর বাংলাদেশের মানুষের ওপর যে ভিসানীতি আসবে সেটি আরও কঠিন হবে। এখানে মাফ পাওয়ার সুযোগ নাই।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন এদেশ ঘুরে গেছে। তারা বলেছে এখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। বিদেশিরা যেটা বলেছে তার সঙ্গে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি পুরো মিলে গেছে।

jagonews24

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে সারাদেশের বিভাগীয় রোডমার্চের অংশ হিসেবে বেলা ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে এ রোডমার্চ অনুষ্ঠিত হয়। পথে বসন্তপুরে সমাবেশ করে ফরিদপুরে পৌঁছায় রোডমার্চটি।

বিএনপি চেয়ারপাররসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা, বিএনপির কেন্দ্রীয় সদস্য ইয়াসমিন আরা হকসহ আরও অনেকে।

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।