নাইজেরিয়ায় ৮ শতাধিক জিম্মি উদ্ধার


প্রকাশিত: ১১:১৫ এএম, ২৫ মার্চ ২০১৬

জঙ্গিগাষ্ঠী বোকো হারামের হাতে বন্দী ৮ শতাধিক জিম্মিকে উদ্ধার করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে এসব জিম্মিকে উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্ণেল সানি কুকাশেকা উসমান বলেন, মঙ্গলবার কুসুম্মা গ্রামে অভিযান চালিয়ে ৫২০ বন্দীকে মুক্ত করা হয়েছে। অভিযানে বোকো হারামের তিন জঙ্গি নিহত ও একজন জীবিত আটক হয়েছে।  

বৃহস্পতিবার সেনাবাহিনীর ওয়েবসাইটে এক বিবৃতিতে ওই অঞ্চলের ১১টি গ্রামে অভিযান চালিয়ে ৩০৯ বন্দীকে উদ্ধারের তথ্য জানানো হয়েছে। এছাড়া এই অভিযানের সময় অন্তত ২২ জঙ্গি নিহত হয়েছে। তবে বোকো হারাম এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

চলতি মাসের শুরুর দিকে দেশটির এক মসজিদে দুই নারী আত্মঘাতী হামলা চালায়। এতে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটে। বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর স্বর্গ ভূমি মাইদুগুরিতে ওই হামলা চালানো হয়। চরমপন্থী এই জঙ্গিগোষ্ঠীর হামলায় গত ছয় বছরে অন্তত ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে আরো অন্তত ২৫ লাখ মানুষ।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।