কালিগঞ্জে ৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৮টিই ঝুঁকিপূর্ণ
দ্বিতীয় পর্যায়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭৬টি ভোট কেন্দ্র রয়েছে। আর এসব ভোট কেন্দ্রের মধ্যে ৪৮টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি, ঝুঁকিপূর্ণ ১৯টি এবং ২৮টিকে সাধারণ হিসাবে কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ তালিকা ও কেন্দ্রগুলির জন্য কি ব্যবস্থা আছে জানতে চাইলে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলির জন্য বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
পুলিশ ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় পর্যায়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।
উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭৬টি ভোট কেন্দ্র রয়েছে। এসব ভোট কেন্দ্রের মধ্যে ৪৮টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে উপজেলার বক্তারপুর ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ১১টি। এর মধ্যে সাধারণ চারটি, ঝুঁকিপূর্ণ পাঁচটি ও অধিক ঝুঁকিপূর্ণ দুইটি। বাহাদুরসাদী ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ৯টি এর মধ্যে সাধারণ একটি, ঝুঁকিপূর্ণ দুইটি ও অধিক ঝুঁকিপূর্ণ ছয়টি।
মুক্তারপুর ইউনিয়নে ভোট কেন্দ্র ১২টি এর মধ্যে সাধারণ সাতটি, ঝুঁকিপূর্ণ চারটি ও অধিক ঝুঁকিপূর্ণ একটি। তুমুলিয়া ইউনিয়নে ভোট কেন্দ্র ১১টি এর মধ্যে সাধারণ ৬টি, ঝুঁকিপূর্ণ তিনটি, অধিক ঝুঁকিপূর্ণ দুইটি।
জামালপুর ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রের মধ্যে সাধারণ তিনটি, ঝুঁকিপূর্ণ একটি, অধিক ঝুঁকিপূর্ণ ছয়টি। নাগরী ইউনিয়নে ভোট কেন্দ্র ১৪টি এর মধ্যে সাধারণ তিনটি, ঝুঁকিপূর্ণ চারটি ও অধিক ঝুঁকিপূর্ণ সাতটি। জাঙ্গালিয়া ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি, এর মধ্যে সাধারণ তিনটি, ঝুঁকিপূর্ণ একটি ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে পাঁচটি।
আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট কেন্দ্র সংখ্যা ৭৬টি, ভোট কক্ষ ৩৮৭টি।
উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৫৫ হাজার ৯১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৪১ জন এবং মহিলা ভোটার ৭৭ হাজার ২৭৫ জন।
আমিনুল ইসলাম/এআরএ/এমএস