আগামীতে সিলেট-শিলং যৌথ উদ্যোগে বাণিজ্য মেলা


প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৫ মার্চ ২০১৬

সিলেটে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা। শুক্রবার দুপুরে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে নগরীর উপজেলা খেলার মাঠে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মো. আব্দুল মাতলুব আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের সুলভ শ্রমবাজারকে কাজে লাগিয়ে শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব। এজন্য প্রয়োজন দেশের প্রান্তিক জনপদে নতুন নতুন উদ্যোক্তা তৈরি।

তিনি আরো বলেন, সরকার বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়কপথে যোগাযোগ সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সিলেটের ব্যবসায়ীদের রফতানিমুখি শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানান। আগামীতে সিলেট-শিলং যৌথ উদ্যোগে বাণিজ্যমেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআরর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট শেখ হেলাল উদ্দিন,  সিলেট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সালাউদ্দিন আলী আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায়, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মতছির আলী, সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম প্রমুখ।

মাসব্যাপী এই মেলায় ১৫০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে দেশী-বিদেশী বিভিন্ন পণ্য স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

ছামির মাহমুদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।