জিএম কাদের

নির্বাচনের আগে আনসারকে পুলিশের ক্ষমতা দেওয়া ‘দুরভিসন্ধিমূলক’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৫ অক্টোবর ২০২৩

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে আনসার ব্যাটালিয়ন বাহিনীকে পুলিশের ক্ষমতা দেওয়া দুরভিসন্ধিমূলক। সাধারণ মানুষের ধারণা, নির্বাচনে সরকারের প্রভাব আরও বাড়াতেই আনসার ব্যাটালিয়ান বিল-২০২৩ সংসদে তোলা হয়েছে। এ বিল পাস করার চেষ্টা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।

বুধবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরও বলেন, আনসার বাহিনীকে সৃষ্টি করা হয়েছিল অন্য বাহিনীগুলোকে সহায়তা দিতে। আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহায়ক বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত। কিন্তু নির্বাচন সামনে রেখে আনসার বাহিনীকে পুলিশের মত অপরাধ তদন্ত, আটক ও মালামাল জব্দ করার ক্ষমতা দিতে সংসদে বিল এনেছে সরকার।

তিনি বলেন, সংসদে উপস্থিত জাতীয় পার্টির সদস্যরা তাৎক্ষণিকভাবে এ বিলে আপত্তি জানিয়েছে। আমরা মনে করছি, নির্বাচনের আগে হঠাৎ আনসারদের পুলিশি ক্ষমতা দেওয়ার চেষ্টা অস্বাভাবিক ব্যাপার।

জিএম কাদের আরও বলেন, আনসারকে পুলিশি ক্ষমতা দেওয়া হলে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা বাড়বে। সাধারণ মানুষের মাঝে ভীতির সঞ্চার হবে। এরই মধ্যে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে তাদের আপত্তির কথা সরকারকে জানানো হয়েছে বলে খবরে প্রকাশ হয়েছে।

এ আইনের অপব্যবহার হওয়ার সুযোগ আছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহত্তর স্বার্থে আনসার ব্যাটালিয়ান বিল-২০২৩ প্রত্যাহারের দাবি জানান।

এসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।