চট্টগ্রামে অলিগলির মুখে জামায়াতের ঝটিকা মিছিল
অবৈধ ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, তফসিল বাতিলসহ বিভিন্ন দাবিতে ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রাম মহানগরীর অলিগলির মুখে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব ঝটিকা মিছিলে মহানগর, থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে বলে চট্টগ্রাম মহানগর জামায়াতের প্রচার সম্পাদক এ এইচ এম কামালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে পাঠানো ছবিতে দেখা যায়, পাঁচলাইশ, চকবাজার, সদরঘাট, আকবরশাহ এলাকায় এসব ঝটিকা মিছিল বের করে জামায়াত।মূল সড়ক লাগোয়া গলির মুখে এসব মিছিল করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

মিছিলে অংশ নেওয়া নেতাদের উদ্বৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গণবিরোধী সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে তফসিল ঘোষণা করে একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র শুরু করেছে। সে ষড়যন্ত্রকে বাস্তবরূপ দেওয়ার জন্যই সারাদেশে গায়েবি মামলা ও গণগ্রেফতার চালানো হচ্ছে। কিন্তু জনগণ সরকারের এ চক্রান্ত মেনে নেবে না বরং একতরফা তফসিল বাতিল করা না হলে জনগণ রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
এমতাবস্থায় দেশ ও জাতিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। অবিলম্বে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান নেতারা।
ইকবাল হোসেন/এমএএইচ/জেআইএম