নির্বাচনবিরোধী প্রচারণায় সোশ্যাল মিডিয়ায় সরব বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪
বিএনপির মিডিয়া সেলের ছবি

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। একদফা দাবিতে মাঠে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রেখেছে তারা। পাশাপাশি নির্বাচনবিরোধী প্রচারণায় সোশ্যাল মিডিয়াও ব্যবহার করছেন বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা।

বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা বলছেন, গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক কর্মসূচি পালন করতে রাজপথে নেতাকর্মীরা বাধাগ্রস্ত হচ্ছেন। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন ভোটে দিতে না যায়- এমন আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। তাতে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন।

ইডেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিনা সুলতানা নিশিতাও রাজপথে দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ সরব। দলীয় কর্মসূচি রাজপথে পালন করে তিনি তা নিজের ফেসবুক ওয়ালেও প্রচার করেন।

প্রায় এক বছরের বেশি সময় ধরে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ব্যবহার করা হচ্ছে। এসব জায়গায় দলের বিভিন্ন ধরনের কর্মসূচি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দলের বিভিন্ন কর্মসূচির তথ্য প্রচার করা হয়। বিভিন্ন জায়গায় অনিয়ম-অভিযোগের ঘটনা যেগুলো মূল ধারার গণমাধ্যমে আসতে দেওয়া হয় না, সেগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুহূর্তেই তথ্য শেয়ার করা যাচ্ছে। তবে এখানেও সরকারের কটু দৃষ্টি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কারণে বিভিন্ন সময়ে বিএনপিসহ সাধারণ মানুষকে সরকারের লোকেরা হয়রানি-হেনস্তা করছে- একরকম অভিযোগ পাচ্ছি।

কেএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।