রিজভী

জেলে তীব্র শীতে দেওয়া হয়নি কম্বল, খাওয়ানো হয়েছে বালু মেশানো ভাত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

কারাগারকে বিষাক্ত গ্যাসের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘একটি ডামি নির্বাচন করার জন্য আন্দোলনের ভয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করা হয়।’

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান পলাশসহ কারামুক্ত নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে যান। নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন রিজভী। তখন এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন>>> ঋণের চাপে মানুষের আত্মহত্যার দায় সরকারকে নিতে হবে

রিজভী বলেন, ‘কারাগার বিষাক্ত গ্যাস চেম্বারের মতো। সেখানে একটা মানুষের বেঁচে থাকার ন্যূনতম যে অধিকার তা নেই। তীব্র শীতের মধ্যেও একটা করে কম্বল দেওয়া হয়নি। বালু মেশানো ভাত খেতে দেওয়া হয়েছে। জেলের মধ্যে নিয়েও বিএনপি নেতাকর্মীদের এভাবে নির্যাতন করা হয়েছে।’

তিনি বলেন, ‘কৃষক দলের পলাশ কিছুদিন আগে কারাগার থেকে বের হয়েছে, তার ওপর নিপীড়ন-নির্যাতন করা হয়েছে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি আজিজকে বিনা কারণে পুলিশ আটক করে নিয়ে গেছে। এগুলো করছে ভয়ে।’

আরও পড়ুন>>> স্বেচ্ছাসেবক দলের জুলফিকারকে জনসম্মুখে হাজির করার দাবি রিজভীর

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক মাসুদ রানা, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

কেএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।