বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার ছুতো খুঁজছে : মঈন খান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৪

বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার ছুতো খুঁজছে এমন অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জনগণের জন্য রাস্তায় আছেন তারা। আন্দোলন চলবে। মানুষের অধিকার বাস্তবায়ন করবে বিএনপি।

বুধবার (৩ এপ্রিল) সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের উত্তরার বাসায় গিয়ে এসব কথা বলেন মঈন খান।

মঈন খান বলেন, দেশে এক দলীয় শাসন চলছে। দেশ উত্তর কোরিয়ার পথে।

তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। মানুষ নীরব প্রতিবাদের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ভুল পথে হেঁটে সরকার মানুষকে ধোকা দিতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি হতাশ নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে হটানো হবে। নৌকা ডুবে যাওয়ার ভয়ে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ। বিএনপিকে নিশ্চিহ্ন করতে ছুতো খুঁজছে সরকার।

এ সময় এস এম জাহাঙ্গীর অভিযোগ করেন ,কারাগারে বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করা হয়েছে। জেল কর্মকর্তারা বিএনপি না ছাড়লে নির্যাতনের হুমকি দিয়েছেন। কিন্তু আমাদের মনোবল অটুট রয়েছে

কেএইচ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।