মালয়েশিয়ায় তিনমাস ধরে বেতন পাচ্ছেন না ১৯০ বাংলাদেশিকর্মী

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৯ মার্চ ২০২৫

 

মালয়েশিয়ায় তিনমাস ধরে বেতন পাচ্ছেন না ১৯০ জন বাংলাদেশিকর্মী। অভিযোগ উঠেছে, দেশটির একটি সিরামিক ফর্মার ও স্পেশাল গ্লাভস মোল্ড (ছাঁচ) প্রস্তুতকারী কারখানায় তারা কাজ করেন। তিন মাসের বেতনসহ গত পাঁচ মাস ধরে তাদের ওভারটাইমের পারিশ্রমিকও পরিশোধ করেনি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকারকর্মী, অ্যান্ডি হল এক বিবৃতিতে জানিয়েছেন, মালয়েশিয়ায় কাজের আশায় এসব শ্রমিক প্রচুর অর্থ ব্যয় করেছেন। তিনমাস বেতন না পেয়ে এখন তারা ঋণের জালে পড়েছেন।

দক্ষিণ মালয়েশিয়ায় অবস্থিত এই কারখানার শ্রমিকরা ২০২৩ সাল থেকে অনিয়মিত বেতন পাচ্ছিল। অনেকে বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছে বা আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা ধার করেছে। একেকজন শ্রমিকের নিয়োগ ফি ছিল প্রায় ২৫ হাজার রিঙ্গিত (প্রায় ৬ লাখ টাকা), যা পরিশোধে তারা এখনও হিমশিম খাচ্ছে।

কারখানাটিতে কর্মরত শ্রমিকরা অভিযোগ করেছেন, তাদের খারাপ আবাসন ব্যবস্থায় রাখা হয়েছে এবং নিজেদের পাসপোর্ট নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হচ্ছে না।

জানা গেছে, শ্রমিকদের একটি দল গতকাল মালয়েশিয়ার শ্রম বিভাগে অভিযোগ দায়ের করেছে।

অ্যান্ডি হল জানান, শ্রমিকদের বিষয়ে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক অভিবাসী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা কথা বলেছেন। এছাড়া কারখানা কর্তৃপক্ষ চলতি মাসের শেষ দিকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]