‘ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল’
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলাদেশি আমেরিকানরা।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় হ্যামট্রানেক শহরের গেট অব কলম্বাসের হলরুমে সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা ওয়াসিমুজ্জামান রনির পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

সভায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার গঠন হয়। সেই থেকে গণতন্ত্রকামী মানুষেরা তাদের অর্থাৎ ফ্যাসিবাদী সরকারের দায়িত্ব থাকা অধিকাংশেরই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার খবর প্রকাশিত হয়েছে এবং জানতে পেরেছেন। এমনকি ফ্যাসিবাদী সরকারের মেয়াদকালে গণতন্ত্র ও মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল, যার ফলশ্রুতিতে দেশের মানুষ প্রকৃত অর্থে রাজনৈতিক অধিকার বঞ্চিত হয়েছিল।
তিনি বিগত সরকারের দুঃশাসন ও নির্বাচনী এলাকা সিলেট-১ আসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে সভায় উত্থাপিত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেবেন বলে আশ্বস্ত করেন এবং গণতন্ত্র ও মানুষের জীবনমান উন্নয়ন জাতীয়তাবাদী দলকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান।

সভায় কয়েকশত বাংলাদেশি আমেরিকানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বাংলা গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমআরএম/এএসএম