মালদ্বীপে কনটেইনার চুরির ঘটনায় বাংলাদেশি গ্রেফতার
বাংলাদেশি নাগরিক মো. আল আমিন
মালদ্বীপের হুলহুমালে সমুদ্রবন্দর থেকে চোরাচালানকৃত সিগারেট ভর্তি দুটি কনটেইনার চুরির ঘটনায় বাংলাদেশি নাগরিক মো. আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, রোববার (১৬ নভেম্বর) মামলাটিতে গ্রেফতার হওয়া মোট সন্দেহভাজনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
পুলিশ জানায়, চুরি হওয়া সিগারেটের পরিমাণ প্রায় ১ কোটি ৩০ লাখ পিস, যার বাজারমূল্য অনেক বেশি। ঘটনাটিকে বড় ধরনের সংগঠিত অপরাধ হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ।
গ্রেফতার বাংলাদেশি মো. আল আমিনকে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ ঘটনায় জড়িত অন্যদের ভূমিকা খতিয়ে দেখতে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পুরো চক্রকে শনাক্ত করার চেষ্টা করছে।
এমআরএম/এএসএম