সৌদির দাম্মামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৪ জুলাই ২০১৮

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় জহিরুল নামে বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের দেশের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে জামালপুর। স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই ছায়দুল হক ফরাদ জানান, ২০০৪ সালে সৌদি আরবের দাম্মামে যান সেলিম। সেখানে একটি কোম্পানিতে কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো সোমবার সকালে কাজে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হলে পথে গাড়িচাপায় গুরুতর আহত হন সেলিম।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সেলিমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com