সৌদির আল-জউফে কনস্যুলার সেবা নিচ্ছে শত বাংলাদেশি

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৯ মার্চ ২০১৯

সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় ১১শ কিলোমিটার দূরে আল-জউফ প্রদেশের শহরে বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান করছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় হোটেলে গতকাল থেকে দুই দিনব্যাপী এ সেবা প্রদান শুরু হয়। শুক্রবার ও ছুটির দিন থাকায় সেবা গ্রহণ করতে ছুটে আসে প্রায় ৫শ বাংলাদেশি।

দূতাবাসের প্রথম সচিব মো. বশির, মো. ফখরুল ইসলাম ও সোনালী ব্যাংকের প্রতিনিধি এ জি এম মো. জসীম উদ্দীন খান ও দূতাবাসের কর্মচারীরা এ কনস্যুলার সেবা প্রদান করেন।

বিজ্ঞাপন

Saudi2

অভিবাসীরা পাসপোর্ট নবায়ন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্ডের সদস্যপদ গ্রহণ, জন্ম নিবন্ধন সনদ গ্রহণ ও বিভিন্ন সমস্যা নিয়ে দূতাবাসের পরামর্শ ও সহায়তা গ্রহণ করতে আসেন প্রবাসীরা। এ ছাড়া প্রবাসীদের জন্য সোনালী ব্যাংকের হিসাব খোলা, বিভিন্ন মেয়াদে বন্ড করা ও বৈধপথে দেশে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

saudi3

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে সৌদি আরবের বিভিন্ন প্রান্তে প্রবাসীদের নিয়মিত সেবা প্রদান করা হয়ে থাকে। আল-জউফে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের সেবা পেয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন ও নিয়মিত কনস্যুলার সেবা অব্যাহত রাখার অনুরোধ জানান।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com