প্যারিসে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষেক রোববার

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি প্যারিস (ফ্রান্স)
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৬ এপ্রিল ২০১৯

ইউরোপে সাংবাদিকদের সর্ব বৃহৎ সংগঠন ‘অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবে’র অভিষেক ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী সাংবাদিকরা ফ্রান্সের প্যারিসে জড়ো হতে শুরু করেছে।

দীর্ঘ প্রতীক্ষিত সংগঠনটি জাঁকজমকভাবে তাদের অভিষেক পালন করার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বলে সংগঠনের নেতারা নিশ্চিত করেছে। কাল অভিষেকের মাধ্যমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হবে।

বিজ্ঞাপন

France

দেশের উন্নয়ন ও প্রবাসীদের ভালোমন্দ ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরবে এই সংগঠন। পাশাপাশি অসহায় সমস্যায় জর্জরিত প্রবাসীদের নিয়ে কাজ করবে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যরা। একই সঙ্গে
সরকারের উন্নয়ন প্রবাসে দেশের ভাবমূর্তি তুলে ধরার প্রত্যয় সংগঠনের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অভিষেকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি ফায়সাল আহমেদ দ্বীপ ও সাধারণ সম্পাদক জমির হোসেন। উল্লেখ্য গত বছর ইতালিতে এই কমিটি গঠন করা হয় এবং একাধিকবার মতবিনিময়ের পর অবশেষে প্যারিসে অভিষেক করার সিদ্ধান্ত হয়।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com