আমিরাতে যুবলীগের শোক দিবস পালন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৫ আগস্ট ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে স্থানীয় যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফুজাইরাহের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকির হোসেন।

সাধারণ সম্পাদক শামীম আহমদ ও যুগ্ম সম্পাদক কামরুল হোসেন পাপলুর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দুবাই আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

প্রধান বক্তা ছিলেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সমন্বয়ক কামরুল হাসান জুয়েল, আল আইন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন আনু, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুর আওয়াল, প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, দিব্বা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুদু মিয়া তালুকদার, আজমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ ও প্রধান উপদেষ্টা সালাহ উদ্দিন মধুসহ আরো অনেকে।

আকলিম রেজা চৌধুরীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছালেক মিয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় আরও বক্তব্য দেন শামীম আহমদ ডালিম, গিয়াস সুলতান, ইরিয়াস আহমদ, জাহাঙ্গীর আলম, আব্দুল মুকিত, আজিম উদ্দিন, রূপক, রুহুল, মলয়সহ আরো অনেকে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

প্রধান অতিথির বক্তব্যে হাজী শফিকুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে প্রবাসের আওয়ামী কর্মীদের নিরলস কাজ করতে হবে। নিজেদের মধ্যে একতাই পারে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে। এজন্য সকল গ্রুপিং লবিং ভুলে সবাই একইসাথে কাজ করতেও তিনি বলেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com